Eastmedinipur

Mar 26 2023, 18:32

*পাঁশকুড়ার যশোড়া কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নির্বাচনে জিতলো সিপিএম*

কোলাঘাট,হলদিয়ার পর আবারো পাঁশকুড়া কোঅপাটিপ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয় জয়কার সিপিএম। এই সমবায় মোট আসন৯টি

 সিপিএম ৯টি

তৃণমূল কংগ্রেস ৯টি

 বিজেপি প্রার্থীদের৪টি প্রার্থী দেয়। ভোট ফলাফল জানা যায় যে তৃণমূল কংগ্রেস পায়৪টি,

সিপিএম৫টি

বিজেপি0 

পাঁশকুড়া এই প্রথম সমবায় সমিতির দখল করলে সিপিএম। সিপিএম জিতারপর বলেন যে পুনরায় সিপিএমের দিকে মুখ ফিরছে সাধারণ মানুষ এতে আমরা খুব খুশি একের পর এক সমবায় সমিতি আবারো আমরা জিতছি এতে বুঝা যায় তৃণমূলকে সরিয়ে পুনরায় বিজেপিকে আনছে, যদিও তৃণমূল দাবি করেন যে বিজেপি সিপিএম জোট বেঁধে ভোট করেছে। বিধানসভা ভোটের বিজেপিকে ভোট ভাগ করে দিয়েছিল সমবায় ভোটে সিপিএম বিজেপির কাছ থেকে পুনরায় ভোট ফিরিয়ে আনতে পেরেছে এতে আমরা খুশি। তবে সমবায় সমিতিতে সিপিএম জিতলেও বোর্ড গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল তবে সেটা কিভাবে কোন উপায়ে বোর্ড গঠনের দিন দেখতে পাবেন আপনারা।

Eastmedinipur

Mar 26 2023, 15:14

*ডিএ নিয়ে অশান্তি নয়, থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা*

মহিষাদল: রাজ্যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সরকারী কর্মচারিদের ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যজুড়ে যখন আন্দোলন চলছে তখন শিক্ষকরা ডিএ অশান্তি সৃষ্টি না করে থ্যালাসেমিয়া রুগিদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিক্ষকরা। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রথমিক শিক্ষক সমিতি মহিষাদল পূর্ব চক্রে সেই ছবি ধরা পড়লো। থ্যালাসেমিয়া রুগিদের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী,  পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি হাবিবুর রহমান, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক সমুন সাঁতরা সহ অন্যান্যরা।এদিন ১০০ জন শিক্ষক রক্তদান করেন। তাদের হাতে একটি করে চারাগাছ ও স্মারক উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

আন্দোলন নয়। সরকারের পাশে থেকে বকেয়া আদায়ের কথা জানান শিক্ষক থেকে পদাধিকারিকরা।

গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পুরনের লক্ষ্য নিয়ে শিক্ষকদের এগিয়ে আসাকে সাধুদাব জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

Eastmedinipur

Mar 26 2023, 15:12

*হলদিয়া মেচেদায় রাজ্য সড়কে পথ দুর্ঘটন*

সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সরকারি স্টেট বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে সিগনাল থাকার কারণে দ্রুতগতিতে আসা সরকারি স্টেট বাস দাঁড়িয়ে পড়ে। পিছনে এক তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি স্টেট বাসের পেছনে ধাক্কা মারে।

স্টেট বাস এবং তেলের ট্যাঙ্কার দুই গাড়ির প্রবল গতিতে আছে বলে জানাই এলাকাবাসী। দুর্ঘটনা যেরে প্রায় ২৭ জন যাত্রী আহত হয়,তবে বেশ কয়েকজন বাসের যাত্রী গুরুতর আহত হওয়ায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।ইতিমধ্যে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটে সৃষ্টি হয়েছে তবে ঘটনাস্থলে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ।

Eastmedinipur

Mar 26 2023, 15:10

*মোদির ৯৯ তম মন কি বাত অনুষ্ঠানে দিঘার মৎস্যজীবীরা*

দিঘা:প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদির সকাল ১১ টায় দেশের,ও সর্ব শ্রেণির মানুষ নিয়ে মন কি বাত অনুষ্ঠান হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার ওল্ড দিঘায়। সমাজের উন্নয়ন ও আগামী দিনে কেন্দ্র সরকারের পরিকল্পনা, মণ কি বাত অনুষ্ঠান মাধ্যমে বার্তা দেন গণ মাধ্যমে।

এই উপলক্ষ্যে জেলা সভাপতি সুদাম পন্ডিত, সহ সভাপতি অসীম মিশ্র,রাজ্য কমিটির সদস্য অনুপ চক্রবর্তী সহ রাজ্য জেলা নেতৃত্বের উপস্থিতি ছিল।

এদিন সাধারণ মানুষের সঙ্গে মোদিজীর ৯৯তম মনকিবাত কার্যক্রমে অংশগ্রহণ করেন। দিঘায় আগত পর্যটক থেকে সাধারণ মৎস্যজীবীরা। কিন্তু মৎস্যজীবীদের সাথে কথা বলার কথা থাকলেও । প্রধানমন্ত্রী কথা বলেননি বলে জানা যায়। কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা সকলে মনোযোগ সহকারে শুনেছেন বলেই জানা যাচ্ছে

Eastmedinipur

Mar 25 2023, 17:08

*রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের জন্য রাজ্য জুড়ে প্রতিবাদ*

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা প্রতিবাদে শুক্রবারের পাশাপাশি শনিবার দেশজুড়ে প্রতিবাদের ঝড়। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শনিবার শিল্প শহর হলদিয়ায় কংগ্রেসের পক্ষ থেকে প্রদিবাদ মিছিলের আয়োজন করা হয়। হলদিয়ার ক্ষুদিরামনগর থেকে মিছিল শুরু হয়। হলদিয়া শহর পদক্ষিন করে আবার ক্ষুদিরামনগরে ফিরে আসে। সেখানে একটি পথসভা করা হয়।

Eastmedinipur

Mar 25 2023, 17:05

*বাম- কংগ্রেস জোটের জয়, হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে*

হলদিয়া: হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে ১৯ টি আসনের মধ্যে ১৯ টিতেই বাম - কংগ্রেস জোটের জয়। পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের জয় যা রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার টানটান উত্তেজনার মধ্যে হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচন হল। রাজ্য পুলিস ও সিআইএসএফের ঘেরাটোপে এদিন ভোট দিলেন বন্দরের স্থায়ী শ্রমিক, কর্মচারী ও আধিকারিকরা।

বন্দরের নির্বাচনে এবার তৃণমূল, বাম ও কংগ্রেস জোট এবং বিজেপির ত্রিমুখী লড়াই হয়েছে। মোট ভোটার সংখ্যা ৭৩৭জন হলেও এদিন ভোট দিয়েছেন ৬৯৪জন। এবার মূলত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল ও বাম-কংগ্রেস জোটের। অন্যদিকে, ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে বন্দরের নির্বাচনে। বিজেপির কোনও শ্রমিক সংগঠন না থাকায় আরএসএসের এই শ্রমিক সংগঠনই বন্দর সহ শিল্পাঞ্চলে বিজেপির মুখরক্ষা করছে।

তিনটি প্যানেলে মোট প্রার্থী সংখ্যা ৫৮জন। প্রতিটি প্যানেলে ১৮জন পরিচালন কমিটির সদস্য ও সহ সভাপতি মিলিয়ে মোট ১৯করে প্রার্থী রয়েছেন। এছাড়া একজন নির্দল প্রার্থী ভোটে একা লড়াই করছেন। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছিলো সব রাজনৈতিক দলই। কারণ পুর নির্বাচনের আগে এই ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করেন শাসক বিরোধী সব দলের নেতৃবৃন্দ। প্রতি দু'বছর অন্তর এই নির্বাচন হয়। গতবার পরিচালন কমিটির সব আসনে তৃণমূল জয়ী হলেও সহ সভাপতি পদে জয়ী হয়েছিল বামেরা। এবার কিন্তু সব আসনেই জয়লাভ করলো বাম- কংগ্রেস জোট।

Eastmedinipur

Mar 25 2023, 17:02

*ঘূর্ণিঝড় প্রভাব কাটিয়ে সেজে উঠল স্কুল*

ঘুর্ণিঝড় ইয়াসে ভেঙ্গে পড়েছিলো হলদিয়ার রপনারায়নচক প্রাথমিক বিদ্যালয়। কষ্টের মধ্যে ক্লাস করছিলো স্কুলের পড়ুয়ারা। স্কুলের ভগ্ন অবস্থা থেকে নতুন রুপে সাজিয়ে তুলতে এগিয়ে আসে হলদিয়া এনার্জি লিমিটেড। তাদের সিএসআর ফান্ডের অর্থে স্কুলটি নতুন করে সাজিয়ে তোলা হয়। স্কলটিকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে আর পাঁচটা বেসরকারি নামি স্কুলকে হারমানাবে।

এদিন নব রুপে সজ্জিত স্কুলের উদ্বোধন করেন হলদিয়া এনার্জি লিমিটেড সিও সুদীপ্ত মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন পর্ণা মুখার্জি, সোমনাথ দত্ত সহ অন্যান্যরা। প্রান্তিক এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য সংস্থার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন।

 বাংলার পাশাপাশি ভারত জুড়ে তাদের পরিষেবা প্রদানের লক্ষ্যে একাধিক চিন্তাভাবনা করা হয়ছে বলে জানান সুদীপ্তবাবু।

Eastmedinipur

Mar 25 2023, 12:50

*দোকানে চুরি ও অগ্নি সংযোগ, চাঞ্চল্য মহিষাদলে*

মহিষাদল: রাতের অন্ধকারে প্রথমে দোকানে চুরি পরে দোকানে আগ্নি সংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মহিষাদল থানার সরবেড়িয়ার সাঁকো এলাকায়। জানাগিয়েছে শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী প্রথমে একটি দোকানে চুরি পরে পাশের দোকানে চুরি করে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। রাত্রি ২ টা আড়াইটা নাগাদ স্থানীয় মানুষ জানতে পেরে তারাই এসে জল দিয়ে আগুন নেভায়। প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগিয়ে। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ধরনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা জয়দেব প্রামাণিক জানান, স্থানী সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে খবর পাই দোকানে আগুন লেগেছে। কয়েকজনকে ডেকে নিয়ে এসে জল দিয়ে আগুন নেভাই। তার জানা যায় পাশের একটি দোকানের জিনিসপত্র চুরি হয়েছে।

Eastmedinipur

Mar 24 2023, 18:03

*কড়া নিরাপত্তার মধ্যদিয়ে চলছে হলদিয়া ডক ইনস্টিটিউট এর পরিচালন কমিটির নির্বাচন*


হলদিয়া: হলদিয়া ডক ইনস্টিটিউট কার দখলে থাকবে?। বিজেপির শ্রমিক সংগঠ বিএমএস, না শাসকদল তৃণমূল এর শ্রমিক সংগঠন আইএনটিটইউসি না বাম জোট প্রগতিশীল জোটের তা নির্ধারণ করতে শুক্রবার হলদিয়ার বি বি ঘোষ অডিটোরিয়ামে শুরু হয়েছে নির্বাচন। পরিচালন কমিটির মোট ভোটার ৭৩২জন। মোট আসন ১৯ টি, ১৯ টি আসনের জন্য মোট পার্থী রয়েছে ৫৭ জন। এদিন কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮ থেকে ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

ভোটাররা তাদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে তাদের ভোট প্রদান করছে। সকাল থেকে তিনটি রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকেরা উৎসবের মেজাজে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহন করেছে।

Eastmedinipur

Mar 24 2023, 14:46

*দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, শুনলেন অভাব অভিযোগ*

তমলুক: দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন করা হলো তাম্রলিপ্ত পৌরসভার বেশ কিছু এলাকায়। দিদির দুত হিসাবে কর্মসূচিতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পায়রাটুনি এলাকায় দুর্গা মন্ডপে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। সাথে ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, উপ পৌর প্রধান লীনা মাভৈঃ রায়, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া, সহ তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ডের ১৮ জন তৃণমূলের কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এক নম্বর ওয়ার্ড থেকে পায়ে হেঁটে তাম্রলিপ্ত বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। মিড ডে মিল ঠিকমত চলছে কিনা ছাত্র-ছাত্রীরা পোশাক পাচ্ছে কিনা, এরপর তাম্রলিপ্ত বালিকা বিদ্যালয় হাই স্কুলে প্রবেশ করেন দিদির দূত বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।

এভাবেই সারাদিন ধরে চলবে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি।মূল এলাকার মানুষের সমস্যার কথা জানতে এবং সমস্যাগুলি কিভাবে মেটানো যাবে তা জানাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিদের এলাকায় এলাকায় পাঠাচ্ছেন।

বিধায়কদের কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরতে পারছে।কেউ সরকারের কাজের বিরোধীতা করে অভিযোগ করছে আবার কেউ সরকারি কাজের খুশি হয়ে সাধুবাদ জানাচ্ছেন।